ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নড়াইলে মাদক কারবারির যাবজ্জীবন কারাদন্ড

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪৪, ২৭ ফেব্রুয়ারি ২০২২

নড়াইলের রামচন্দ্রপুর গ্রামের মাদক কারবারি মাসুদ শেখকে যাবজ্জীবন কারাদন্ডাদেশের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। 

রোববার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মশিয়ার রহমান এ আদেশ দেন। 

মাসুদ শেখ নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মোসলেম শেখের ছেলে। রায় ঘোষণার সময় মাসুদ আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৩ ফেব্রুয়ারি সকালে নড়াইল সদরের ফেদী গ্রামে শ্বশুর বাড়িতে মাদকদ্রব্য বিক্রির সময় ৭৮ বোতল ফেনসিডিলসহ মাসুদ শেখকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়। 

নয়জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি