ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শার্শায় গাছ থেকে পড়ে নারীর মৃত্যু

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০০:১৫, ২৮ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

যশোর শার্শায় শিম পাড়তে গাছ থেকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম পারুল বেগম (৩৫)।

রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে শার্শার বাগআঁচড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড কলোনি পাড়ায় এ ঘটনা ঘটে। পারুল বেগম শার্শার কলোনী পাড়ার বাসিন্দা আইজুল ইসলামের স্ত্রী। 

শার্শার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক বলেন, বাড়ির আঙ্গিনায় একটি শিম গাছ থেকে দুপুরে ওই নারী শিম পাড়তে উঠলে অসাবধানতাবসত পড়ে গুরুতর আহত হয়। এসময় স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি