ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

৩৪০ কৃতি শিক্ষার্থীকে এস রহমান ট্রাস্টের সম্মাননা 

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৬, ২৮ ফেব্রুয়ারি ২০২২

মিরসরাই উপজেলার এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩৪০ কৃতি শিক্ষার্থীকে এস রহমান ট্রাস্টের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হবে। ১ মার্চ মঙ্গলবার সকালে উপজেলার ধুম ইউনিয়নের মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ মাঠে এ সম্মাননা দেওয়া হবে।

এস রহমান ট্রাস্টের নির্বাহী পরিচালক মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেন জানান, ১৯৫৯ সালে স্থাপিত হয়েছিল মহাজন হাট ফজলুর রহমান স্কুল। ২০০৯ সালে মহাজন হাট ফজলুর রহমান স্কুলটি স্কুল এন্ড কলেজে রূপান্তরিত হয়। বর্তমানে এস রহমান ট্রাস্টের মাধ্যমে প্রতিষ্ঠানটি অত্র অঞ্চলে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

ট্রাস্টের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

উপজেলার বিভিন্ন স্কুল-মাদ্রাসার ছাত্রছাত্রীদের লেখাপড়ার প্রতি উদ্বুদ্ধ করতে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩৪০ জনকে এ সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ দেওয়া হবে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ট্রাস্টের সদস্য ও আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি