ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সরকারি রাস্তা দখল করে ঘর নির্মাণের চেষ্টা, আহত ১

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ১২:০১, ২৮ ফেব্রুয়ারি ২০২২

সাতক্ষীরার কলারোয়ায় গ্রামের মসজিদে যাওয়ার সরকারি রাস্তা দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় হামলা চালিয়ে এক রাজমিস্ত্রীকে আহত করা হয়েছে। এ ঘটনায় ৪ জনের নামে থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। 

রোববার থানা পুলিশ উপজেলার যুগিখালী ইউনিয়নের নারায়ণপুর গ্রামের ঘটনাস্থল পরিদর্শন করে ওই ঘর নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছেন। 

আহত রাজমিস্ত্রী আনছার আলী সরদার জানান, গ্রামের মসজিদে যাওয়ার জন্য সরকারি রাস্তার কিছু অংশ দখল করে প্রতিবেশী মৃত তারিক সরদারের ছেলে ফজলুর রহমান একটি পাকা ঘর নির্মাণ শুরু করেন। এর প্রতিবাদ করায় ফজলুর রহমান দলবদ্ধ হয়ে শনিবার সকালে তার উপর ঝাপিয়ে পড়েন। তারা কিল, চড় ও ঘুষি মেরে তাকে জখম করে। 

ওই রাস্তা দিয়ে ১০-১২টি পরিবার নিয়মিতভাবে মসজিদসহ বাড়িতে চলাচল করেন। কিন্তু ফজলুর রহমান কারোর কোন কথা না শুনে সরকারি রাস্তা দখল করে বসত ঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। 

অভিযুক্ত ফজলুর রহমান বলেন, তিনি রাস্তার অন্য পাশ থেকে কিছু অংশ জমি ছেড়ে দিয়েছেন। তারপরও তার বিরুদ্ধে অভিযোগ দিয়ে হয়রানি করা হচ্ছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি