ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ট্রাকের চাপায় মা-মেয়ে নিহত

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৮, ২৮ ফেব্রুয়ারি ২০২২

মাদারীপুরের শিবচর উপজেলার যাদুয়ারচর এলাকায় ট্রাকের চাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় মেয়ে মাহফুজা আক্তারের এবং হাসপাতালে মারা যান মা জেসমিন বেগম।

সোমবার সকাল ১০টার দিকে মাদারীপুর-শিবচর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে চাপা দেয়া ট্রাকটি আটক করতে পারেনি পুলিশ।

নিহতরা হলেন জেলার শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের যাদুয়ারচর গ্রামের হারুণ ফরাজীর স্ত্রী জেসমিন বেগম (৩৬) ও তার মেয়ে ৭ বছর বয়সী মাহফুজা আক্তার।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে কাঠের ভ্যানযোগে শিবচর শহরের দিকে আসছিলেন জিয়াসমিন বেগম ও তার মেয়ে। এসময় মাদারীপুরগামী একটি ট্রাক তাদের পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের নিচে পড়ে মেয়ে মাহফুজা আক্তার মারা যায়। 

গুরুতর আহত মা, ভ্যানচালক ও আরেক যাত্রীকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে মা জিয়াসমিন বেগম মারা যান। 

এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

এদিকে, ভ্যানটি চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘাতক ট্রাক। স্থানীয়রা ধাওয়া করলেও ট্রাকটি আটক করতে পারেনি। 

তবে, পুলিশের একাধিক টিম নামানো হয়েছে, খুব দ্রুতই আটক করা যাবে বলে জানিয়েছে স্থানীয় থানার কর্মকর্তা।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি