ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নলছিটিতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০০, ২৮ ফেব্রুয়ারি ২০২২

নলছিটিতে ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদারের সভাপতিত্বে অনুঅনুষ্ঠানে প্রধান অতিথ হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগ'র সহ-সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান।

এতে বিশেষ অতিথি ছিলেন নলছিটি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার ও চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী দুলাল, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান, উপজেলা মাধ্যমিক অফিসার মু. আনোয়ার আজীম। 

অতিথি ছিলেন প্রধান শিক্ষক মো. জাকির হোসেন আকন, মো. ফারুক হোসেন, মো. নান্নু হাওলাদার, নলছিটি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও শিক্ষক মিলন কান্তি দাস। ক্রীড়া অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব পালন করেছেন বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকবন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আমীন ও শিক্ষক আলমগীর হোসেন।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি