ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নড়াইলে শিশুদের গল্প ও বর্ণমালা প্রতিযোগিতা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৪, ১ মার্চ ২০২২ | আপডেট: ১০:০৬, ১ মার্চ ২০২২

নড়াইলে শিশুদের অংশগ্রহণে একুশের গল্প বলা ও বর্ণমালা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শহরের ছয়টি স্কুলের ৩০ জন শিশু শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে মনিকা একাডেমির আয়োজনে শহরের ভওয়াখালী একাডেমি কার্যালয়ে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  

মনিকা একাডেমির প্রতিষ্ঠাতা সবুজ সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বল্লারটোপ আইডিয়াল কলেজের প্রভাষক মঞ্জরুল কবির নিউটন, নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক উজির আলী, দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পলিনা খানম, সুমিতা এন্টারপ্রাইজের সহকারী পরিচালক নীলা আক্তারসহ অনেকে।
 
প্রতিযোগিতায় পাঁচটি শাখায় ১৫ জনকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। 
 
সবুজ সুলতান বলেন, শিশুদের মাঝে মাতৃভাষার যথাযথ চর্চা ও ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরার জন্য আমাদের এ আয়োজন।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি