ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

অগ্নিকাণ্ডে স্বামী-দুই সন্তানের পর মারা গেলেন গৃহবধূ রেখা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৩, ১ মার্চ ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অগ্নিকাণ্ডে স্বামী ও দুই সন্তানের পর এবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন গৃহবধূ রেখা আক্তার। 

সোমবার রাতে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

আগুনের ঘটনায় এনিয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু হলো।

গত মঙ্গলবার আশুগঞ্জ বাজারের আলাই মোল্লা ভবনে আগুন লাগে। এতে স্কুলশিক্ষক মকবুল মিয়া, স্ত্রী রেখা এবং তাদের দুই সন্তানসহ আরও ৩ জন দগ্ধ হন। 

এ মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি