ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মাছ ধরা বন্ধ রয়েছে বরিশালের অভায়শ্রমে

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১২:১০, ১ মার্চ ২০২২

মাছের উৎপাদন আরও বৃদ্ধি করা লক্ষ্যে দেশের অভায়শ্রমে মঙ্গলবার থেকে দু’মাস ইলিশসহ সব ধরনের মাছ শিকার বন্ধ ঘোষণা করেছে মৎস্য অধিদপ্তর। এর ধারাবাহিকতায় বরিশালের অভয়াশ্রমে মাছ ধরা বন্ধ রাখা হয়েছে।

ইলিশসহ সব ধরনের মাছ শিকার বন্ধর জন্য মৎস্য অধিদপ্তর ও প্রশাসন নদীর অভায়শ্রম এলাকায় লিপলেট বিতরণসহ প্রচারণা চালাচ্ছে।

বরিশাল অঞ্চলের কীর্ত্তনখোলা, আড়িয়াল খাঁ, কালাবদর, মাসকাট, জযন্তী ও মেঘনা নদীর ১শ’ ৮২ কিলোমিটার, ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার, চাঁদপুরের মেঘনায় ১শ’ কিলোমিটার ও শরীয়তপুর মেঘনায় ২০ কিলোমিটার এলাকা অভায়শ্রমের অন্তর্ভুক্ত হওয়ায় এই নদীগুলোতে আজ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে।

মাছের প্রজনন ও মাছ বড় হওয়ার জন্য সরকার এসব নদীকে অভায়শ্রম হিসেবে ঘোষণা করে। 

মাছ ধরা বন্ধ থাকায় বরিশালের বিভিন্ন বাজারে মাছের সরবরাহ কমে গেছে এবং দামও বেড়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি