ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রাজশাহীতে আগুনে পুড়ল ৪৭টি অটোরিকশা

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫১, ১ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

রাজশাহী নগরের কয়েরদাঁড়া এলাকায় একটি অটোরিশার গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার সকাল প্রায় ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল কর্মীরা গিয়ে আধা ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, স্থানীয় নাহিদ হোসেন নামের এক ব্যক্তির ‘মা আমেনা’ নামের অটোরিকশা গ্যারেজে সকাল ৯টার কিছু পর বিদ্যুতের শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত হয়। 

তিনি বলেন, আগুন লাগর ২০ মিনিট পর আমরা খরব পেয়েছি। ফায়ার কর্মীরা পৌঁছার আগেই ছোট বড় ৪৭টি অটোরিকশা পুড়ে গেছে। এছাড়াও সেখানে রাখা অটোরিকশার বেশকিছু সমগ্রীও পুড়েছে। 

সব মিলিয়ে প্রায় কোটি টাকার ক্ষতি হতে পারে ধারণা করছেন তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি