ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টায় প্রবাসীর বিরুদ্ধে মামলা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৯, ১ মার্চ ২০২২ | আপডেট: ১৫:২৩, ১ মার্চ ২০২২

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে। এ ঘটনায় প্রবাসীকে আসামি করে থানায় মামলা করেছেন ভুক্তভোগীর বাবা।

মঙ্গলবার সকালে হাতিয়া থানায় মামলা করা হয়। অভিযুক্ত প্রবাসী উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব চরচেঙ্গা গ্রামের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২১ ফেব্রুয়ারি মেয়েকে বাড়িতে রেখে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যান তার মা-বাবা। এই সুযোগে অভিযুক্ত প্রবাসী তাদের ঘরে ডুকে মেয়েকে কু প্রস্তাব দেয়। মেয়ে রাজি না হওয়ায় তার পরনের জামা-কাপড় ছিড়ে পেলে সে। পরে মেয়ের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে সবার সামনে দিয়ে চলে যায় ওই প্রবাসী।

পরে এ ঘটনায় সমাজের গণ্যমান্য ব্যক্তিদের কাছে একাধিকবার অভিযোগ করেও বিচার না পেয়ে মেয়েকে নিয়ে মঙ্গলবার থানায় উপস্থিত হয়ে মামলা করেন ভুক্তভোগীর বাবা। আর যে কোন সময় অভিযুক্ত বিদেশে পালিয়ে যেতে পারেন বলে আশংকা করছেন তারা।

অন্যদিকে, প্রবাসীর আত্মীয়-স্বজনরা ভুক্তভোগীর পরিবারকে এলাকা ছাড়া করার হুমকি দিয়ে আসছে। 

হাতিয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস জানান, আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি