ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

শাহজাদপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২০:০৫, ১ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছিতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী আলমগীর হোসেনকে আটক করেছে পুলিশ। নিহত লাকি খাতুন(৩০) এক সন্তানের জননী।

শাহজাদপুর থানার এসআই আনোয়ার হোসেন জানান, ৮ বছর আগে বগুড়ার ধুনটে লাকি খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন শাহজাদপুর উপজেলার চরনবিপুর গ্রামের বাসের সুপার ভাইজার আনোয়ার হোসেন। এরপর শাহজাদপুর পৌর শহরের শক্তিপুরে গত ৮ বছর ধরে ভাড়া বাসায় থাকার পর হঠাৎ মাসখানেক আগে তালগাছি বুলি হাজির বাড়িতে আবার ভাড়া বাড়িতে ওঠে। 

মঙ্গলবার দুপুরে ঘরে লাকি খাতুনের লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার ও স্বামী আনোয়ারকে আটক করে। এসআই আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, আটক আনোয়ার বিভিন্ন অস্বাভাবিক তথ্য দিচ্ছেন।

এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি