নিখোঁজের ২৪ ঘণ্টা পর অটোচালকের লাশ উদ্ধার
প্রকাশিত : ০৮:৩৭, ২ মার্চ ২০২২
ঝালকাঠির কাঠালিয়ার মশাবুনিয়া গ্রামের বিষখালী নদীর তীরের কেয়াবন থেকে নিখোঁজের ২৪ ঘণ্টা পর অটোচালক নাছির উদ্দীনের মরদেহ উদ্ধার করছে পুলিশ।
মঙ্গলবার বিকালে বিষখালী নদীতে গোসল করতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় গ্রামবাসী।
খবর পেয়ে সন্ধ্যায় তার হাত দুটি পিছমোড়া অবস্থায় বাঁধা ও শরীর ক্ষতবিক্ষত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
অটোরিক্সা চালক নিহত নাছির উদ্দীন (৩২) উপজেলার সদর ইউনিয়েনর উত্তর আউরা গ্রামের মফিজ উদ্দীনের ছেলে। গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় তিন যাত্রী নিয়ে ছৈলারচর পর্যটন কেন্দ্রে যায় সে। এরপর থেকেই নাছির অটোসহ নিখোঁজ ছিলেন।
কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত নাছির উদ্দীনের লাশ উদ্ধার করা হয়েছে। ছিনতাইকারীরা তার অটো ছিনতাই করে তাকে হত্যা করছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নাছির উদ্দীনের বড় ভাই মোঃ জসিম উদ্দীন জানান, ‘‘সোমবার সন্ধ্যায় যাত্রীবেশে তার মোবাইলে কল দিয়ে কাঁঠালিয়ার হেতালবুনিয়ার ছৈলার চর পর্যটক কেন্দ্রে যেতে বললে নাসির সেখানে যায়। সেখানের একটি দোকানে বসে কথিত ওই তিন যাত্রীর সাথে চা খাওয়ার পর তাদেরকে নিয়ে ছৈলার চর এলাকা থেকে চলে আসে।”
তারপর থেকে নাছির প্রায় ২৪ ঘণ্টা ধরে নিখোঁজ।
এ সময়ে তার পরিবারের সদস্যরাসহ আত্মীয়-স্বজন মিলে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও নাছির বা তার অটোরিক্সার কোন সন্ধান পাওয়া যায়নি।
এএইচ/
আরও পড়ুন