ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে ৬০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ আটক ১

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৩, ২ মার্চ ২০২২ | আপডেট: ১৪:৪৩, ২ মার্চ ২০২২

সিরাজগঞ্জের সলঙ্গায় ৬০ লাখ টাকা মূল্যের ৬০৯ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। 

বুধবার দুপুরে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

র‌্যাব-১২’র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান জানান, বুধবার ভোর ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল সলঙ্গা থানার সিআরবিসি এলাকার রুবাইয়া হোটেল এ্যান্ড রেস্টুরেন্টের সামনে মাদক বিরোধী অভিযান চালায়। তখন ৬০৯ গ্রাম হেরোইনসহ আলামিন হক আটক করা হয়।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আলামিন সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলেন বলে র‌্যাব কাছে স্বীকার করেছেন।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি