ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণের অভিযোগে কলেজছাত্র গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২০:০৬, ২ মার্চ ২০২২

ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন থেকে এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে  নাঈম উদ্দীন শরিফ (২২) নামে এক কিশোরকে আটক করা হয়েছে। 

বুধবার আধুনিক সদর হাসপাতালে শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়। গ্রেফতারকৃত ছাত্রটি ঠাকুরগাঁও সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র।
 
সদর থানার ওসি তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার বিকালে প্রতিবেশির শিশুটি নাঈমদের বাড়িতে খেলা করতে যায়। এসময় বাড়িতে কেউ না থাকায় শিশুটিকে পাশবিক নির্যাতন করা হয়। এক পর্যায়ে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে। 

মঙ্গলবার রাত ১১টায় স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিটন বিষয়টি থানায় জানালে পুলিশ গিয়ে নাঈমকে গ্রেফতার করে। রাতেই শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি