ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে ১০ দেশের প্রতিনিধি দল

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১০, ৩ মার্চ ২০২২

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন ১০ দেশের ১৬ সদস্যের প্রতিনিধি দল।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিমান বাহিনীর হেলিকপ্টার (এমআই-১৭) যোগে ভাসানচর এসে পৌঁছেন তাঁরা।

প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপিও ইউনিয়ন, জার্মান, কোরিয়া, ফিলিপাইন, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক ও ইতালির রাষ্ট্রদূতগণ ছাড়া কানাডার হাইকমিশনার, ইউএসএর চার্জ দ্য অ্যাফেয়ার্সসহ সরকারি উর্ধ্বতন কর্মকর্তারা।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিনিধি দল আশ্রয়ণে রোহিঙ্গা সদস্যদের সুযোগ-সুবিধা, জীবনযাত্রার মানসহ সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন। 

সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের পর বিকালে ঢাকার উদ্দেশ্যে তারা যাত্রা করবেন বলে জানান ওসি।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি