ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ধামইরহাটে ট্রাকের ধাক্কায় নানী নিহত, নাতি আহত

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪১, ৩ মার্চ ২০২২

নওগাঁর ধামইরহাটে ট্রাকের ধাক্কায় আকতার বানু (৫৫) নামে এক নারী মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা বায়েজীদ নামের ছয় বছরের এক শিশু আহত হয়। 

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার আলমপুর ইউনিয়নের ডারকাদিঘী নামক এলাকার সড়কে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত আকতার বানু খেলনা ইউনিয়নের গোপিরামপুর গ্রামের মৃত মোসলেম উদ্দীনের স্ত্রী এবং আহত শিশু বায়েজীদ নিহতের নাতি।

স্থানীয়রা জানান, দুপুরের পর বাবার বাড়ি থেকে আকতার বানু তার নাতি বায়েজিদকে সঙ্গে নিয়ে একটি মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় ঘটনাস্থলে পৌঁছলে একটি ট্রাক ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে আকতার বানু ঘটনাস্থলে মারা যায়।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে একটি ইউডি মামলা দায়ের করে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি