ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সুবর্ণচরে তুচ্ছ ঘটনায় এক যুবককে পিটিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি 

প্রকাশিত : ১০:৩৫, ৪ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় তুচ্ছ ঘটনার জের ধরে রাশেদ (১৯) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে ওই উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর আলা উদ্দিন গ্রামের কলোনী নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত রাশেদ ওই ইউনিয়নে ৪নং ওয়ার্ডের চর আলা উদ্দিন গ্রামের মৃত শাক্কু উদ্দিনের ছেলে।

স্থানীয় মেম্বার (ইউপি সদস্য) আমির হোসেন জানান, চর আলা উদ্দিন গ্রামের বাসিন্দা তাজল হক নিহত রাশেদের কাছে কিছু টাকা পেতেন। বৃহস্পতিবার রাতে পাওনা টাকার জন্য তাজল হক রাশেদের সাথে কলোনী নামক স্থানে দেখা করেন। ওই পাওনা টাকা নিয়ে তাজল হকের সঙ্গে রাশেদের ঝগড়া হয়। পরে এক পর্যায়ে তাজল হক রাশেদকে মারধর করে। এতে রাশেদ গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

চরজব্বর থানার এসআই দীপক চন্দ্র মারধরে রাশেদ নামে এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি