ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বাস চাপায় প্রাণ গেল মুয়াজ্জিনের

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০১, ৪ মার্চ ২০২২

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে মহাসড়কে একটি যাত্রীবাহী বাস চাপায় রইজুদ্দিন (৬২) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রইজুদ্দিন সয়দাবাদ ইউনিয়নের দুখিয়াবাড়ী গ্রামের মৃত ময়দান শেখের ছেলে এবং দুখিয়াবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। 

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, শুক্রবার সকালে রইজুদ্দিন বাড়ী থেকে কড্ডার মোড় যাচ্ছিল। সয়দাবাদ এলাকায় পৌঁছলে অজ্ঞাত একটা বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি