ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ আটক ২, প্রাইভেটকার জব্দ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩৩, ৪ মার্চ ২০২২

সিরাজগঞ্জে র‍্যাব-১২ এর অভিযানে ৫৯৯ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে। এ ঘটনায় জব্ধ করা হয়েছে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার। 

গ্রেফতারকৃতরা হলেন নরসিংদীর পলাশ থানার চর সিংন্ধুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে কাওছার মিয়া (৪৩) এবং গাজীপুর জেলার শ্রীপুর থানার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের আমান উল্লাহর ছেলে রফিকুল ইসলাম (৩৪)।  

শুক্রবার দুপুরে র‍্যাব-১২ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে মিডিয়া অফিসার মেজর এম. রিফাত বিন আসাদ জানান, শুক্রবার ভোর রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব-১২ সদস্যরা সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় গোল চত্তরে অবস্থান নেয়। সেখানে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কারে তল্লাশি চালানো হয়। তখন গাড়িতে থাকা ৫৯৯ বোতল ফেনসিডিলসহ উল্লেখিত ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। পরে উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে মামলা দিয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি