ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

সম্পত্তির লোভে ‘মাকে হত্যা’: মেয়েসহ গ্রেফতার ২

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৩, ৪ মার্চ ২০২২ | আপডেট: ১৯:৩৬, ৪ মার্চ ২০২২

ওয়াজে নেয়ার কথা বলে গহীন জঙ্গলে নিয়ে ভাড়াটে খুনি দ্বারা মাকে জবাই করে হত্যা করে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। দ্রুততম সময়ে মধ্যে এমনই একটি ক্লুলেস মামলার রহস্য উদঘাটন করে গাজীপুরের শ্রীপুর মডেল থানা পুলিশ।

শুক্রবার সকালে ঘটনার বিস্তারিত তুলে ধরেন গাজীপুরের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন বলেন, ভিকটিম মিনারার বাড়ি থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে মান্নানের টেকের ঝোপে নির্জন স্থানে পাওয়া যায় এক নারীর গলাকাটা লাশ। সম্পত্তির লোভে মাকে হত্যা করে মেয়ে শেফালী খাতুন।  

নিহত মিনারা শ্রীপুর উপজেলার কেওয়া পূর্ব খন্ডগ্রামে আবু তাহেরের স্ত্রী। প্রধান আসামী শেফালী মিনারা বেগমের দ্বিতীয় মেয়ে।

আসামী শেফালী এবং সোহেল রানাকে আটক করলে স্বীকারোক্তিমূলক জবানবন্ধিতে ঘটনার সত্যতা বেরিয়ে আসে। বর্তমানে আসামীরা গাজীপুর কারাগারে রয়েছেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি