ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল চালক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৬, ৫ মার্চ ২০২২

সিরাজগঞ্জের সলঙ্গায় কাভার্ডভ্যান চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। ঘাতক কার্ভাডভ্যানটি জব্দ করা হলেও পালিয়ে গেছে চালক ও তার সহকারী।

শনিবার বেলা সোয় ১১টার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাড়কের সলঙ্গা থানার রয়হাটি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত
আলাউদ্দিন (৩২) নাটোরের সিংড়া উপজেলার তালঘড়িয়া গ্রামের আমিন হোসেনের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান, মোটরসাইকেল চালক আলাউদ্দিন বগুড়া থেকে হাটিকুমরুল যাচ্ছিল। রায়হাটি পৌঁছালে রাস্তার পাশে বালির মধ্যে পড়ে যায় সে। পরে বগুড়া থেকে ঢাকাগামী প্রিমিয়ার সিমেন্টের একটি কার্ভাডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে নিহত আলাউদ্দিনের মরদেহ ও দুর্ঘনাকবলিত মোটরসাইকেল উদ্ধার এবং কার্ভাডভ্যানটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়। 

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি