ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

সাত মাস কারাভোগ শেষে ভারতে ফিরল ১৩ জেলে

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৭, ৫ মার্চ ২০২২

দীর্ঘ সাত মাস কারাভোগের পর ১৩ ভারতীয় জেলে বাংলাদেশের কারাগার থেকে মুক্তি পেয়েছে। শনিবার (৫ মার্চ) বাগেরহাট জেলা কারাগার থেকে তারা মুক্ত হলে দুপুর দেড়টায় তাদেরকে বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারি হাই-কমিশনার সন্দিপ কুমারের কাছে হস্তান্তর করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন সহকারি হাই-কমিশনের স্টাফ মেম্বার কৌশিক রায়। বাংলাদেশের জলসীমা লঙ্ঘন করে অবৈধভাবে মাছ শিকারের সময় গত বছরের ৭ আগষ্ট কোস্টগার্ডের হাতে এসব জেলেরা আটক হন। তারপর তাদের নামে মোংলা থানায় মামলা দেয় কোস্টগার্ড।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা মোংলা থানার সহকারি পুলিশ পরিদর্শক (এসআই) মো. জুয়েল শেখ এ তথ্য জানান। পুলিশ কর্মকর্তা জুয়েল শেখ বলেন, গত বছরের ৮ আগষ্ট কোস্টগার্ডের পক্ষ থেকে তাদের নামে মামলা দিলে পরদিন আদালতের মাধ্যমে বাগেরহাট জেলহাজতে প্রেরণ করা হয়। এরপর দীর্ঘ সাত মাস কারাভোগের পর শনিবার তারা মুক্ত হন।

এসব জেলেরা হলেন, সাইফুদ্দিন হালদার (৩৪), শাহানুর আলী মোল্লা (১৮), স্বর্ন কুমার খরা (২২), সুবোধ জানা (৬৯), কমলা কান্ত হালদার (৩৬), সুখদেব দলপতি (২১), ঝন্টু দাস (৪৩), মিলন ঘরামি (৩৭), আব্দুল আলী মোল্লা (২১), স্বপন দাস (৫০), ইউনুস আলী শেখ (৩১), শেখ রজব আলী (৩৪) ও আলাউদ্দিন মীর (১৮)। তারা সবাই ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বাসিন্দা বলে জানা গেছে।

এদিকে কোস্টগার্ডের হাতে আটক হওয়ার সময় তাদের মাছ ধরার ট্রলার এফবি ‘স্বর্ণ তারা’ জব্দ করা হয়। সে ট্রলারটিকেও আদালতের নির্দেশে ফেরত দেওয়া হয়। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি