ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বাল্কহেডের ধাক্কায় শীতলক্ষ্যায় নৌকা ডুবি, আটক ৪ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ২০:০৬, ৫ মার্চ ২০২২

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর বন্দর সেন্টাল খেয়াঘাটে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনা ঘটেছে। তবে এখনও নিখোঁজ যাত্রীদের কোন তথ্য পাওয়া যায়নি। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

নারায়ণগঞ্জ নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, বন্দর ঘাট থেকে দুটি নৌকা নারায়ণগঞ্জের পাড়ে আসছিল। এসময় শীতলক্ষ্যা নদীর মাঝখানে এক সঙ্গে দুটি নৌকাকে ধাক্কা দেয় বাল্কহেডটি। এতে নৌকা ডুবে যায়। এসময় আশপাশে থাকা নৌকা ও ট্রলার গিয়ে যাত্রীদের উদ্ধার করে। অনেকেই সাঁতরে তীরে উঠেছেন। তবে এখনও নিখোঁজ যাত্রীদের সন্ধান পাওয়া মেলেনি। নিখোঁজের তথ্য পেলে উদ্ধার অভিযান শুরু হবে। 

নৌ পুলিশের ওসি জানান, দুটি নৌকাকে ধাক্কা দেয়া সেই বেপরোয়া গতির বাল্কহেডটিসহ ৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে চালক ও লস্কর রয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি