ঢাকা, রবিবার   ২২ সেপ্টেম্বর ২০২৪

ত্বকী হত্যা: ৯ বছরেও দেয়া হয়নি অভিযোগপত্র

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৩০, ৬ মার্চ ২০২২ | আপডেট: ১১:০৮, ৬ মার্চ ২০২২

নারায়ণগঞ্জের বহুল আলোচিত মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ৯ বছর। এ হত্যার আট বছরেও আদালতে অভিযোগপত্র দাখিল করতে পারেনি তদন্তকারি সংস্থা। অভিযোগপত্র দাখিলসহ বিচারকার্য শুরুর দাবি নিহতের পরিবারের।

২০১৩ সালের ৬ মার্চ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন ‘ও’ লেভেল পড়ুয়া ত্বকী। নিখোঁজের দু’দিন পর নগরীর চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদীর কুমুদিনি খাল থেকে ত্বকীর মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এই ঘটনায় ত্বকীর বাবা রফিউর রাব্বি অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলাটি পুলিশ তদন্ত করলেও ত্বকীর বাবার আবেদনে উচ্চ আদালতের নির্দেশে র‌্যাব মামলাটি তদন্ত করে। পুলিশ ও র‌্যাব ত্বকী হত্যাকাণ্ডে জড়িত ৫ আসামিকে গ্রেপ্তার করে। এর মধ্যে সুলতান শওকত ভ্রমর ১৬৪ ধারায় জবানবন্দি স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন। 

২০১৪ সালের ৫ মার্চ র‌্যাবের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক কর্ণেল জিয়াউল আহসান জানিয়েছিলেন, খসড়া চার্জশীট প্রস্তুত, শীঘ্রই আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে। কিন্তু হত্যাকাণ্ডের ৮ বছর শেষ হয়ে ৯ বছরে পড়লেও এই মামলায় আদালতে অভিযোগপত্র দায়ের করেনি র‌্যাব। 

ত্বকী হত্যাসহ নারায়ণগঞ্জের সব হত্যাকাণ্ডের বিচার চান নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি।

মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচারের দাবিতে নয় বছর যাবত নানা কর্মসূচি পালন করছে ‘সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ’, সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠন। ত্বকী হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শান্তি দাবি করেন সাংস্কৃতিক কর্মীরা। 

প্রসঙ্গত, প্রকৌশলী হয়ে পৃথিবীকে আলোকিত করার স্বপ্ন ছিল ত্বকীর। এ লেভেল প্রথম পর্বের পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পায় সে। মেধাবী এ শিক্ষার্থী ছবি আঁকা, কবিতা লেখা আর বই নিয়ে ব্যস্ত থাকত। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি