জেলিফিশে ছেয়ে গেছে কুয়াকাটা সমুদ্র সৈকত (ভিডিও)
প্রকাশিত : ১৪:৫৯, ৬ মার্চ ২০২২
সাগর থেকে ভেসে আসা জেলিফিশে ছেয়ে গেছে ১৮ কিলোমিটারের কুয়াকাটা সমুদ্রসৈকত। মরে-পঁচে দুর্গন্ধ ছড়ানোয় অতিষ্ঠ পর্যটকরা। গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেরাও আছেন বিপাকে, জালে মাছের বদলে উঠে আসছে জেলিফিশ।
ফিশ বলা হলেও এটি আদতে মাছ নয়। এর উৎপাতে কুয়াকাটার জেলেদের সাগরে জাল ফেলা বন্ধ হবার উপক্রম।
জেলেরা জানান, তাদের জালে মাছের বদলে মিলছে জেলিফিশ।
তারা বলেন, একটা নোনা ১০ থেকে ২০ কেজি, জাল ফেললে এগুলো ছাড়াতে ছাড়াতে রাত ১০টা বেজে যায়। অথচ কোন মাছ ওঠে না, শুধুই নোনা।
কয়েকদিন ধরে ঝাঁকে ঝাঁকে অমেরুদণ্ডী এই প্রাণীটি ভেসে আসছে সৈকতে। সবখানে এখন মরে পঁচে থাকা জেলিফিসের দুর্গন্ধ।
স্থানীয়রা জানান, ‘এইসব জেলিফিশগুলো জীবিত অবস্থায় আসে, বালুর বেধে গেলে আর নামতে পারে না।’
পর্যটকরা বলেন, ‘এগুলো পরিবেশের জন্য যেমন ক্ষতি তেমনি মরে দুর্গন্ধ ছড়ানোয় স্বাস্থ্যর ক্ষতি হচ্ছে।’
গবেষকরা বলছেন, প্রজনন ক্ষমতা বেশি এবং সমুদ্রে যেসব মাছ জেলিফিশ খেয়ে বেঁচে থাকে তার সংখ্যা কমে যাওয়ায় এর উৎপাত বেড়েছে।
ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, “সমুদ্রের খাদ্য শৃঙ্খল, প্রাণী শৃঙ্খল, ইকো সিস্টেম- সবগুলোতে কাজ করতে গেলে দেখা যাবে যে, অনেকগুলো বেড়িয়ে আসছে। তখন আমরা সমুদ্রের স্বাস্থ্য ঠিক রাখতে পারবো, পাশাপাশি জীববৈচিত্রও রক্ষা করতে পারবো।”
সমুদ্রের স্বাস্থ্য নিয়ে আরও নিবিড় গবেষণা দরকার বলেও মত এই গবেষকের।
এএইচ/
আরও পড়ুন