ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

গাংনীতে দুই মাদকসেবী আটক, জেল-জরিমানা

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১২, ৬ মার্চ ২০২২

মেহেরপুরের গাংনীতে দুই মাদকসেবীকে আটকের পর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ১শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়।

রোববার দুপুরে উপজেলার কুঠিভাটপাড়া এলাকা থেকে তাদেরকে আটকের পর সাজা ও অর্থদণ্ডের আদেশ দেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম। 

সাজাপ্রাপ্তরা হলেন ভাটপাড়া গ্রামের মৃত আখের আলীর ছেলে মোঃ রিপন (৩৯), নওয়াপাড়া গ্রামের মোঃ আবু বক্কর আলীর ছেলে মোঃ জিয়া (৩৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার সাহারবাটি ইউনিয়নের ভাটপাড়া এলাকার রিপনের বসতবাড়িতে মাদক সেবন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিপনকে গাঁজা ও মোঃ জিয়াকে হিরোইন সেবন অবস্থায় আটক করা হয়। 

এসময় আটককৃতের ১০০ টাকা করে জরিমানা ও তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানসহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

পরে মাদকদ্রব্য ও সরঞ্জাম আগুনে পুড়িয়ে ফেলা হয়। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি