ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ পেল ১ হাজার শিক্ষার্থী 

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৪, ৬ মার্চ ২০২২ | আপডেট: ১৭:০৬, ৬ মার্চ ২০২২

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে নোয়াখালীর চাটখিল উপজেলার ৪৭টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদরাসার ১ হাজার ৫০ জন শিক্ষার্থীদের নিয়ে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চাটখিল উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের সহযোগিতায় ও একটিভ ফাউন্ডেশনের অর্থায়নে রোববার দুপুরে উপজেলা পরিষদ মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মোসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চাটখিল উপজেলা পরিষদ ও একটিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবির।

এতে বিশেষ অতিথি ছিলেন, চাটখিল পৌরসভার মেয়র মো. নিজাম উদ্দিন (ভি.পি নিজাম), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, চাটখিল থানার ওসি মো. গিয়াস উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, রোজী শাহীন।

বক্তব্য রাখেন, চাটখিল মহিলা কলেজের উপাধ্যক্ষ ফারুক সিদ্দিকী ফরহাদ, মিজানুর রহমান ভূঁইয়া, শিক্ষার্থী নুসরাত জাহান প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় মাধ্যমিক ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম স্থান অধিকারী এবং উচ্চ মাধ্যমিক ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম বিজয়ীকে একটি করে ল্যাপটপ কম্পিউটার, দ্বিতীয় স্থান অধিকারীদের নগদ দশ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারীদের সাত হাজার টাকা করে পুরষ্কার প্রদান করা হয়।

এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৪৭ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নগদ অর্থ এবং ১ হাজার ৫০ জন শিক্ষার্থীর মাঝে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনী’ এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি