ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৩, ৬ মার্চ ২০২২

ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের রুহিয়া রোড ভবানী দেবী বাড়ি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় চতুর্থ শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। নিহতের নাম নীরব বর্মন (১১)। রোববার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত নীরব বর্মন আকচা ইউনিয়নের তাঁতিপাড়া গ্রামের নর্তম বর্মনের ছেলে। 

স্থানীযয়রা জানান, দুপুরের দিকে নীরব বাইসাইকেলে রাস্তা হতে গেলে পেছন দিক থেকে আসা একটি কাঠবোঝাই করা পাওয়ার টিলার তাকে চাপা দেয়।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এদিকে স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে কাঠবোঝাই করা গাড়িটিতে আগুন ধরিয়ে দিলে পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  শিশু নীরবের মৃত্যুতে তার এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ঠাকুরগাঁও সদর থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান কাঠবোঝাই করা পাওয়ার ট্রিলারটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি