ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বদলগাছীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ০০:০৬, ৭ মার্চ ২০২২ | আপডেট: ০০:০৮, ৭ মার্চ ২০২২

নওগাঁর বদলগাছী উপজেলার দেওলিয়া উত্তরপাড়া গ্রামের ঈদগাহ মাঠের পাশ থেকে ৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার বেলা ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। তার নাম মো. কালাম (৫২)। কালাম দেওলিয়া গ্রামের মৃত শুকচান মন্ডলের ছেলে। 

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মো. মাসুদ জানান, কালাম ওই এলাকায় দীর্ঘদিন ধরে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের মাধ্যমে ওইদিন অভিযান চালিয়ে গাঁজা বিক্রি করার সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। 

এ ঘটনায় র‌্যাব বাদি হয়ে কালামের বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।
কেআই// 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি