ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

তর্কের জেরে নারীকে নির্যাতন, অভিযুক্ত কনস্টেবলকে প্রত্যাহার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫০, ৭ মার্চ ২০২২

গাজীপুরে কাশিমপুর মেট্রো থানায় তর্কের জেরে এক নারীকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত নারী কনস্টেবল রুমা আক্তারকে প্রত্যাহার করা হয়েছে। 

রোববার সন্ধ্যায় তাকে কাশিমপুর মেট্রো থানা থেকে প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) জাকির হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নারী কনস্টেবল রুমার বিরুদ্ধে অভিযোগ উঠায় তাকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় গঠিত পুলিশের তিন সদস্যের তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে লাভনী নামে এক নারী পর্নোগ্রাফি মামলার তথ্য নিতে কাশিমপুর মেট্টোপলিটন থানায় যান। সেখানে কনস্টেবল রুমার সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায়ে দু’জনের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

ঘটনার পরে কনস্টেবলের আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে গর্ভপাত হয় বলে ভুক্তভোগী ওই নারী অভিযোগ করেন। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি