ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নাটোরে ৫ পা ও ২ লেজযুক্ত গরু, উৎসুক জনতার ভিড়

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১৭, ৭ মার্চ ২০২২ | আপডেট: ০৯:২০, ৭ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

নাটোরের এক ফার্মে পাঁচ পা ও দুটি লেজযুক্ত গরুর সন্ধান পাওয়া গেছে। এ খবর ছড়িয়ে পড়লে আশ্চর্যজনক গরুটি দেখতে ফার্মে ভিড় করছেন উৎসুক মানুষ। 

ডিমল্যান্ড ক্যাটেল ফার্মের মালিক কেতাব আলী গরুটি আড়াই লাখ টাকায় ক্রয় করে তার ফার্মে নিয়ে আসেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গরুটির পঞ্চম পা পেটের সাথে ঝুলছে এবং দ্বিতীয় লেজটিও খুব ছোট আকারের।

ডিমল্যান্ড ক্যাটেল ফার্মের মালিক কেতাব আলী জানান, তার দীর্ঘদিনের ইচ্ছে ছিল ব্যতিক্রমি কোন গরু তিনি তার খামারে পালন করবেন। সেই ইচ্ছে থেকেই তিনি বিভিন্ন স্থানে গরুর খোঁজ করতেন। এরই এক পর্যায়ে সাতক্ষীরার ভারতীয় সীমান্তে এমন গরুর সন্ধান পান। পরে সেখানে গিয়ে আড়াই লাখ টাকা দিয়ে গরুটি কিনে আনেন তিনি। 

দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন গরুটি সুস্থ্য রয়েছে। তার ফার্মেই গরুটি লালন-পালন করবেন বলে জানান তিনি।

গরুটিকে এক নজর দেখার জন্য বিভিন্ন স্থান থেকে প্রচুর মানুষ এসে ভিড় করছেন। 

উৎসুকদের অনেকেই জানান, তারা ৫ পা-বিশিষ্ট গরুর কথা শুনেছেন বা ইন্টারনেটের মাধ্যমে ইউটিউবেও কেউ কেউ দেখেছেন কিন্তু বাস্তবে দেখা হয়নি। সে কারণে বিষয়টি জানতে পেরে তারা গরুটি দেখতে এসেছেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি