ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মেহেরপুরে পালিত হচ্ছে ঐতিহাসিক ৭ মার্চ

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৬, ৭ মার্চ ২০২২

নানা কর্মসূচির মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হচ্ছে ঐতিহাসিক ৭ মার্চ। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি।

সকাল ৮টার দিকে মেহেরপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের সূচনা করে জেলা আওয়ামী লীগ। 

পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহীম শাহীনসহ দলী নেতৃবৃন্দ। 

এরপর সেখানে দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। 

এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করবে দিনটি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি