ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

শতবর্ষী আয়োজন গরুর মই দৌড় (ভিডিও)

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২৩, ৭ মার্চ ২০২২

শেরপুরে হয়ে গেলো শতবর্ষী আয়োজন গরুর মই দৌড় প্রতিযোগিতা। এমন গ্রামীণ খেলা উপভোগ করতে হাজারো দর্শকের সমাগম ঘটে। আবহমান বাংলার ঐতিহ্য ধরে রাখতেই এ আয়োজন, জানান সংশ্লিষ্টরা। 

মাঠে গরু আর মই নিয়ে হাজির প্রতিযোগিরা। চারটি ষাঁড় গরু দিয়ে একটি মইয়ে থাকে দুজন ময়েল ও একজন ধরাল। এদের সহযোগিতায় আরও দুজন। অবশেষে বাজে বাঁশি, শুরু হয় প্রতিযোগিতা। 

শত বছর ধরে শেরপুরে চলে আসছে মই দৌড় খেলা। প্রতিবছর জেলার বিভিন্নস্থানে আয়োজন করা হয় এ প্রতিযোগিতার। 

প্রায় মাসব্যাপি আয়োজনে সপ্তাহে তিনদিন থাকে এই মই খেলা। অংশ নেয় ১৫টি গরুর মই।

দর্শকরা জানান, এটা প্রাচীন খেলা। যদিও এটি হারিয়ে যাওয়ার পথে। আশা করছি, খেলাটি যাতে সারাদেশে চালু থাকে।

অংশগ্রহণকারীরা জানান, এটা কৃষকের খেলা। যুগ যুগ ধরে এটা চলে আসছে।

মই খেলা উপভোগ করতে ভিড় করেন হাজারো দর্শক। বাদ যায়না ছোট শিশুরাও।

আগত দর্শকরা জানান, সবাই এই খেলাটি খুব মনযোগ সহকারে দেখে থাকেন। আমরাও এসেছি খেলাটি উপভোগ করার জন্য।

প্রতিযোগিরা জানান, বংশ পরম্পরায় এ খেলায় যুক্ত তারা। আর আয়োজকরা বলছেন, ঐতিহ্য ধরে রাখতেই এই আয়োজন। 

কদমতলী গ্রাম কৃষক সমাজ ও আয়োজক কমিটির সভাপতি ফারুক মণ্ডল বলেন, “বাপ-দাদা আমল থেকে এটা চলে আসছে। আমিও অংশ নিয়েছি এই খেলায়। সুন্দর ও সুষ্ঠভাবে চলছে আয়োজনটি।”

আয়োজক কমিটির সাধারণ সম্পাদক আনসার আলী বলেন, “তৃণমূল থেকে মধ্যবিত্তদের খেলাটি আরও আমরা ধরে রেখেছি।”

দুই ক্যাটাগরিতে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন রাসেল মণ্ডল ও মোস্তফা মণ্ডলের মই। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি