ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

১৩টি মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৫, ৭ মার্চ ২০২২

নাটোর ও পাবনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার সকালে প্রেস ব্রিফিংএ এ তথ্য জানান নাটোর পুলিশ সুপার লিটন কুমার সাহা। আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

তিনি বলেন, আরিফুজ্জামান নামে এক ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে ৪টি টিম গঠন করে জেলাব্যাপী অভিযানে নামে পুলিশ। রোববার জেলার গুরুদাসপুরের নওপাড়া বাজার থেকে আল আমিন হিরা নামে চোরচক্রের এক সদস্যকে মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। 

তার দেয়া তথ্য মতে পাবনার চাটমোহরের হরিপুর মোমিনপাড়ার সাখাওয়াত হোসেন পলাশ ও সিংড়ার রওদিচামারী থেকে নিবারণ চন্দ্র সরকারের ছেলে নির্মল সরকারের বাড়ি থেকে চোরাই মোটরসাইকেলসহ তাদেরকে গ্রেফতার করা হয়। 

এছাড়া বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আরও ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। 

উদ্ধারকৃত মোটরসাইকেলের মধ্যে ৩টির মালিকানা ঠিকানা নিশ্চিত হওয়া গেছে। আদালতের মাধ্যমে উদ্ধার হওয়া বাইক হস্তান্তর করা হবে বলে জানান পুলিশ সুপার।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি