ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

হাতিয়ায় ২ লাখ ৬৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০২, ৭ মার্চ ২০২২

নোয়াখালী হাতিয়া উপজেলার নলচিরা ঘাটের মেঘনা নদী থেকে ২ লাখ ৬৬ হাজার মিটার কারেন্ট জাল, ৫টি বেহুন্দি জাল ও ২০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে নৌ-পুলিশ।

সোমবার সকালে জব্দ করা এসব জাল উপজেলার চরঈশ্বর আজহার মেম্বারের ঘাটে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

নৌ-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে নলচিরা ঘাট সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালায় নলচিরা নৌ-পুলিশের একটি দল। এসময় ঘাটের উত্তর পাশে মেঘনা নদীতে পাতানো অবস্থায় ২ লাখ ৬৬ হাজার মিটার কারেন্ট জাল, ৫টি বেহুন্দি জাল এবং ২০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। 

পুলিশের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত জালের বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা, জানায় নৌ-পুলিশ।

নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: নাসির উদ্দিন বলেন, জাটকা ইলিশ শিকার ও কারেন্ট জাল ব্যবহার বন্ধ করতে নদীতে আমাদের দুটি টিম নদীতে প্রতিদিন টহল দিয়ে যাচ্ছে।

পরে জব্দকৃত ইলিশগুলো স্থানীয় দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি