ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

সুবর্ণচরে পুকুরে ভেসে উঠল চেয়ারম্যানের শিশুপুত্রের লাশ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৬, ৭ মার্চ ২০২২

দুই বছরের শিশু সাজিব

দুই বছরের শিশু সাজিব

নোয়াখালীর সুবর্ণচরে এক ইউপি চেয়ারম্যানের বাড়ির পুকুর থেকে সাজিব হোসেন (২) নামে তার শিশুপুত্রের লাশ উদ্ধার করেছে পরিবারের লোকজন। রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশু সাজিব হোসেন উপজেলার চরবাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেনের দুই বছরের পুত্র। 

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার বিকেলে বাড়ির অন্য শিশুদের সঙ্গে আঙ্গিনায় খেলাধুলা করছিল সাজিব। সন্ধ্যার আগে পরিবারের লোকজন বাড়ির কোথাও তাকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোজাখুঁজি করে। এক পর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পুকুরের পানিতে সাজিবের লাশ ভাসতে দেখে উদ্ধার করে তারা।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি