ব্রাহ্মণবাড়িয়া জেলা রেড ক্রিসেন্টের ৭ই মার্চ পালন
প্রকাশিত : ১৬:০৭, ৭ মার্চ ২০২২
ব্রাহ্মণবাড়িয়া জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। আয়োজনের মধ্য ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পতাকা উত্তোলন।
দিবসটি পালন উপলক্ষে ৭ মার্চ, সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিকুল আলম, এম.এসসি এর পক্ষে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার উপ-পরিচালক খ: এনায়েতুল্লাহ একরাম পলাশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানায়। এসময় ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের হিসাবরক্ষক মো. আরিফুর রহমান মনিরসহ যুব ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিকুল আলম, এম এসসি বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চ এ দেয়া ঐতিহাসিক ভাষণে বাঙালি জাতি পেয়ে যায় স্বাধীনতার চূড়ান্ত লড়াইয়ের দিক-নির্দেশনা। এদিন থেকেই দেশের মুক্তিকামী মানুষেরা চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি শুরু করে।”
তিনি বলেন, “ঐতিহাসিক ৭ মার্চ এর ভাষণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু পাকিস্তান শাসকগোষ্ঠীর অত্যাচার-নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে আন্দোলনরত নিরস্ত্র বাঙালি জাতিকে মুক্তির মহান মন্ত্রে উজ্জীবিত করেন।”
তিনি আরও বলেন, “ঐতিহাসিক রেসকোর্স ময়দানের বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর দেওয়া ৭ই মার্চের ভাষণটি বাঙালি জাতির জীবনে অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্য বহন করে এবং বাঙালি জাতির অনুপ্রেরণার অনির্বাণ শিখা হয়ে অফুরন্ত শক্তি ও সাহস যুগিয়ে আসছে। এ ভাষণ শুধুমাত্র রাজনৈতিক দলিলই নয়, জাতির সাংস্কৃতিক পরিচয়ও করিয়ে দেয়।”
এসএ/
আরও পড়ুন