ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

জেলের জালে উঠল ৪ লাখ ৮০ হাজার টাকার একটি ‘ভোল মাছ’

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৯, ৭ মার্চ ২০২২ | আপডেট: ১৬:২২, ৭ মার্চ ২০২২

বঙ্গোপসাগরের দুবলায় জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির সামুদ্রিক ভোল মাছ। ২৫ কেজি ওজনের ধরা পড়া ওই মাছটি চার লাখ ৮০ হাজার টাকায় কিনে নেন খুলবার ব্যবসায়ী সম্রাট। যার প্রতি কেজি মূল্য পড়েছে ১৯ হাজার ২শ’ টাকায়।

রোববার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন পূর্ব সুন্দরবনের দুবলা ফরেষ্ট ক্যাম্পের ওসি প্রহ্লাদ চন্দ্র রায়।

এর আগে গত বুধবার (২ মার্চ) ৩২ কেজি ওজনের আরেকটি ভোল মাছ ধরা পড়ে। সেটিও নিলামে সর্বোচ্চ দুই লাখ ২৪ হাজার টাকায় বিক্রি হয়। 

ওসি প্রহ্লাদ বলেন, চলতি শুটকি মৌসুমের শেষের দিকে জেলেদের জালে সামুদ্রিক এই ভোল মাছ ধরা পড়ছে। এ পর্যন্ত ছয়টি ভোল মাছ জেলেদের জালে ধরা পড়ে এবং তা ২২ লাখ ২০ হাজার টাকায় বিক্রি হয়। এ মাছ অনেক মূল্যবান ও সুস্বাদু বলেও জানান তিনি।

দুবলা ফিশার ম্যান গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন আহম্মেদ বলেন, “চলতি শুটকি মৌসুমে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে জেলেরা আশানুরুপ মাছ না পাওয়ায় হতাশায় পড়েন। এর মধ্যে প্রাকৃতিক দুর্যোগে তাদের প্রায় ১৫ মেট্রিক টন মাছ নষ্ট হয়েছে। তবে শেষ সময়ে এসব জেলেদের জালে বেশ কয়েকটি দামি মাছ ধরা পড়ায় তাদের মুখে কিছুটা হাসি ফুটেছে।”

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, বঙ্গোপসাগরের দুবলার চরের ১৩টি জেলে পল্লীতে শুটকি প্রক্রিয়াকরণে অনুমতি দেওয়া হয়। তবে কিছু সামুদ্রিক মাছ আহরণে জেলেদের নিষেধাজ্ঞাও দেওয়া হয়। তবে এই নিষেধাজ্ঞার মধ্যে ভোল মাছ নেই বলেও উল্লেখ করেন তিনি। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি