ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ইজিবাইক ও ট্রলি সংঘর্ষ: একই পরিবারের ৫ জন আহত

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩৭, ৭ মার্চ ২০২২ | আপডেট: ১৭:৪৩, ৭ মার্চ ২০২২

যশোরের শার্শায় ইজিবাইক ও মাটিবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। সোমবার (৭ মার্চ) দুপুরে উপজেলার নাভারন-সাতক্ষীরা সড়কের বাগআঁচড়া টিএনটি অফিসের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার খোড়দো দোলইপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে আলীম হোসেন (৩২), ফজলুর রহমানের স্ত্রী আনজুয়ারা খাতুন (৪৮), একই গ্রামের দাউদের স্ত্রী তাসলিমা (৪০), শওকত সরদারের ছেলে আলমগীর (৪০) এবং খোড়দো পাকুড়িয়া গ্রামের মৃত কিয়াম উদ্দীনের ছেলে ইজিবাইক চালক সরোয়ার (৪০)।

আহত ইজিবাইক চালক সরোয়ার জানান, তিনি যাত্রী নিয়ে কলারোয়ার দিকে যাচ্ছিলেন। ইতোমধ্যে বাগআঁচড়া টিএনটি অফিসের সামনে পৌঁছালে হঠাৎ নাভারণগামী একটি মাটিবোঝাই ট্রলি তার গাড়ির সামনে চলে আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে তিনিসহ ইজিবাইকে থাকা যাত্রীরা আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বাগআঁচড়া সাতমাইল জোহরা মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়।

জোহরা মেডিকেল সেন্টারের চিকিৎসক ডাঃ হাবিবুর রহমান হাবিব জানান, আহতরা মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারা আশংকামুক্ত বলে তিনি জানান।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি