ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

ভারতে তেল পাচারের অভিযোগে বেনাপোলে জরিমানা আদায় 

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৫, ৭ মার্চ ২০২২

যশোরের বেনাপোল বন্দর এলাকা থেকে ভারতে ভোজ্য তেল পাচারের অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানাসহ বেনাপোল বাজারে সয়াবিন তেলের মূল্য যাচাই করা হয়েছে। সোমবার (৭ মার্চ) দুপুরে সময় এ জরিমানা আদায় করা হয়।

বেনাপোলে দায়িত্বরত এনএসআই এর সহকারি পরিচালক ফরহাদ জানান, পাচারকারীরা ভারতে ভোজ্য তেল পাচারের উদ্দেশ্যে সীমান্তের সততা স্টোরে মজুদ করছে। এমন তথ্যের ভিত্তিতে বিষয়টি শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা ও বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়াকে অবহিত করা হলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সততা স্টোরের মালিককে তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তাকে সতর্ক করা হয় পরবর্তীতে ভারতে ভোজ্য তেল বিক্রি করা হলে ৫০ হাজার টাকা জরিমানা ও এক বছর জেলসহ ফৌজদারি মামলা দেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা জানান, দেশে সয়াবিন তেলের মূল্য বৃদ্ধিরোধে বেনাপোল বাজারের বিভিন্ন দোকানে মূল্য তালিকাসহ পণ্যের মান যাচাই করা হয়। মূল্যবৃদ্ধিরোধে এমন অভিযান চলবে বলে তিনি জানান। 
কেআই//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি