সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষার্থীর, আহত ২
প্রকাশিত : ২১:৫০, ৭ মার্চ ২০২২
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তারেক হোসেন (১৮) নামে দশম শ্রেণীর এক শিক্ষার্থী। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। রোববার রাত ৯টার দিকে বালিয়াডাঙ্গী-রাণীশংকৈল মহাসড়কের লোলপুকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তারেক হোসেন উপজেলার দুওসুও ইউনিয়নের চেয়ারম্যানপাড়া গ্রামের শ্রমিক নেতা আবুল হোসেনের ছেলে ও মধুপুর নয়াদিঘী এম রফিক আলিম মাদরাসার দশম শ্রেণীর ছাত্র।
জানা যায়, রোববার রাতে তারেক, হেলাল ও সাকিব নামে তিন চাচাতো ভাই মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিল। পথে লোলপুকুর নামক স্থানে আলুবোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিন ভাই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তারেককে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন। পরে রাত ১১টায় তারেক চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যায়।
অপর আহত দুইজন বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এনএস//
আরও পড়ুন