ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

 যথাযথ মর্যাদায় নোয়াখালীতে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২২:১৩, ৭ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

সারাদেশের ন্যায় নোয়াখালীতে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ। এই উপলক্ষে সোমবার সকালে থেকে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক সংগঠন নানা কর্মসচি পালন করছে।

সোমবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের মুজিব চত্বরে জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালে গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। 

এসময় জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শ্রদ্ধায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়াও জেলা তথ্য অফিসের মাধ্যমে জেলার গুরুত্বপূর্ণ স্থান সমূহে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের পোষ্টার, ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হচ্ছে।  
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি