ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

আখাউড়ায় ৪ নারী ছিনতাইকারি আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৫৪, ৮ মার্চ ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সংঘবদ্ধ ছিনতাইকারি চক্রের চার নারীকে আটক করেছে রেলওয়ে পুলিশ। 

মঙ্গলবার সকালে রেলস্টেশনের ১নং প্লাটফরম থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন জোসনা আক্তার (৩৫), সাফিয়া বেগম (৩০), রেজিয়া (২৬) ও নাছিমা আক্তার (৩০)। তাদের সবার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার উসাইল গ্রামের কাচারহাটি পাড়ায়। 

রেলওয়ে পুলিশ জানায়, সকাল সোয়া ১০টায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া রেলস্টেশনে যাত্রাবিরতি দিলে ওই চার নারী ভীড় ঠেলে ট্রেনে উঠে। পরে ভীড়ের মধ্যে এক নারী যাত্রীর গলা থেকে স্বর্ণের চেইন টেনে নিয়ে দ্রুত নেমে পড়ে। 

এসময় ওই যাত্রী চিৎকার দিলে স্টেশনের কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদের আটক করে। পরে চেইন উদ্ধার করে ওই যাত্রীকে বুঝিয়ে দেন পুলিশ সদস্যরা। 

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজারুল করিম বলেন, আটককৃত নারীরা পেশাদার ও সংঘবদ্ধ চোর। এ ঘটনায় মামলা করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি