ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

২০৩০ সালের মধ্যে সবাইকে পেনশন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৭, ৮ মার্চ ২০২২

সড়কের ফলক উম্মোচন শেষে দোয়ায় অংশ নেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

সড়কের ফলক উম্মোচন শেষে দোয়ায় অংশ নেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ষাট বছর পেরিয়ে গেলেও যাতে দেশের প্রতিটি মানুষ ভালো থাকে, চিকিৎসা থেকে শুরু করে মৌলিক চাহিদা যেন নিজেরাই মেটাতে পারেন সেই ব্যবস্থা করা হবে। সেই লক্ষে সার্বজনিন পেনশনের চিন্তা করছে সরকার। তা আগামী ২০৩০ সালের মধ্যে বাস্তবায়ন হবে।

মঙ্গলবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি-গাড়াডোব সড়কের উদ্বোধন কালে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ১৮ বছরের পর থেকে যদি কেউ পেনশনের আওতায় যুক্ত হন এবং ষাট বছর পর্যন্ত প্রতি মাসে সরকারের কাছে যত টাকা জমা দেবেন তার দ্বিগুণ পরিমাণ টাকা দিয়ে তাদের পেনশনের আওতায় আনা হবে। ষাট থেকে ৮০ বছরের মধ্যে সে এই পেনশনটি নিতে পারবেন। 

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, এটি যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করার চিন্তা করছে সরকার।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মনসুর আলম খাঁনসহ রাজনৈতিক ও সরকারি কর্মকর্তারা। 

পরে এক কেটি ১১ লাখ ৯৩ হাজার টাকা ব্যয়ে আমুঝুপি-গাড়াডোব সড়কের ফলক উম্মোচন করেন প্রতিমন্ত্রী।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি