ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাগেরহাটে ধর্ষণের শিকার শিক্ষার্থী, অভিযুক্ত গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৯, ৮ মার্চ ২০২২

বাগেরহাটের রামপালে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে হাসান মীর (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। 

সোমবার রাতে রামপাল উপজেলার সারাপপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে র‌্যাব-৬ সদস্যরা। গ্রেফতারকৃত ওই গ্রামের হাবিব মীরের ছেলে।

এর আগে সোমবার বিকালে সরাপপুর গ্রামের নিজ সুপারি বাগানে নিয়ে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে অভিযুক্ত হাসান। পরে ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে হাসান মীরকে আসামি করে রামপাল থানায় মামলা দায়ের করেন।

শিক্ষার্থীর পরিবারের বরাত দিয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সামছুদ্দিন বলেন, স্কুল থেকে বাড়ি ফেরার পথে ৫ম শ্রেণির ওই শিক্ষার্থীর সাথে দেখা হয় হাসান মীরের। এসময় হাসান মীর বলেন, তোর মা আমার বাড়িতে আছে, আমার সাথে চল। তখন ওই শিক্ষার্থীকে সুপারি বাগানে নিয়ে ধর্ষণ করেন হাসান মীর। 

তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ধর্ষক পালিয়ে যায়। শিক্ষার্থীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। 

ওই রাতেই অভিযুক্ত হাসান মীরকে আসামি করে মেয়েটির বাবা বাদী রামপাল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার একমাত্র আসামি হাসান মীরকে গ্রেফতার করে র‌্যাব।

ওসি আরও বলেন, ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি