ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৯, ৯ মার্চ ২০২২

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের হাবিবিয়া এলাকায় জীপ গাড়ির ধাক্কায় মো. অজি উল্যাহ (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. অজি উল্যাহ দক্ষিণ চর মজিদ গ্রামের চাঁন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে অজি উল্যাহসহ দুজন মোটরসাইকেলযোগে চরজব্বর-স্টীমারঘাট সড়ক হয়ে ভূঁইয়ারহাটের দিকে যাচ্ছিলেন। হাবিবিয়া সড়কের মাথায় একটি গাড়িকে অতিক্রম করে দ্রুত গতিতে সামনে এগুলে বিপরীত দিক থেকে আসা একটি জীপ গাড়ির সাথে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়েন। 

এতে গুরুত্বর আহত হন চালক অজি উল্যাহ। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অন্য আরোহীকে চিকিৎসা দেওয়া হয়

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, নিহতের লাশ হাসপাতাল থেকে তার স্বজনেরা বাড়িতে নিয়ে গেছেন। ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করেনি জানান ওসি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি