ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৮, ৯ মার্চ ২০২২

নাটোরের গুরুদাসপুরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের হেলপার তুহিন (১৮) নিহত হয়েছেন। 

বুধবার দুপুর দেড়টার দিকে কাছিকাটা মোড় নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত বাস হেলপার রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকার আমিরুল ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর দেড়টার দিকে ঢাকাগামী আদর স্পেশাল বাসের সাথে বিপরীত থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসের হেলপার গুরুতর আহত হন। পরে তাকে গুরুদাসপুর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে তুহিনের মরদেহ গুরুদাসপুর স্বাস্থ্যকমপ্লেক্সে থেকে বাড়ি নিয়ে যায় পরিবারের লোকজন।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি