ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ৩ আরোহী নিহত

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ০৮:৩০, ১০ মার্চ ২০২২ | আপডেট: ০৮:৩২, ১০ মার্চ ২০২২

ফাইল ছবি

ফাইল ছবি

মোংলায় মেলা দেখে বাড়ি ফেরার পথে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন তিন যুবক। দ্রুতগতির মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলে থাকা ওই তিন আরোহী।

বুধবার (৯ মার্চ) রাত পৌনে ১২টায় উপজেলার চাঁদপাই ইউনিয়নের মৌখালী ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা তারা হলেন, পৌর শহরের মোর্শেদ সড়কের মোঃ জাহাঙ্গীর হোসেনের ছেলে বায়জিদ হোসেন (২২), আঃ কুদ্দুসের ছেলে মোঃ জাকারিয়া (২০) এবং অপরজন মোঃ সাকিবের বাড়ি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলায়।

স্থানীয় সুত্র জানায়, চাঁদপাই মাজার থেকে মেলা দেখে আসার পথে মৌখালী ব্রিজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে যান তারা। এসময় সেখানে থাকা স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

তবে হাসপাতালে আনার পথেই তাদের মৃত্যু হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক আফসানা নাঈমা হাসান।

মোংলা থানার ওসি (তদন্ত) বিকাশ জানান, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মারা যাওয়া ব্যক্তিদের প্রাথমিক সুরতহালের পর তদন্ত সাপেক্ষে পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি