ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হেরোইন সংরক্ষণ ও বিক্রির দায়ে স্ত্রীর যাবজ্জীবন, স্বামী খালাস

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০১, ১০ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

নাটোর সদর উপজেলার নজরপুর এলাকায় হেরোইন সংরক্ষণ ও বিক্রির অপরাধে কাজল বেগম বুলু (৩৯) নামে এক নারী মাদক কারবারীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদলত। এ মামলায় খালাস পেয়েছেন অভিযুক্তের স্বামী খায়রুল।

বৃহস্পতিবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ শরীফ উদ্দীন এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আরিফুর রহমান জানান, দীর্ঘ শুনানী শেষে কাজল বেগম বুলুকে যাবজ্জীবন কারাদণ্ড ও স্বামী খায়রুলকে খালাসের আদেশ দেন বিচারক।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ২২ জুন সদর উপজেলার নজরপুর এলাকায় তল্লাশি চালিয়ে ৩০ গ্রাম হেরোইনসহ খায়রুলের স্ত্রী কাজল বেগম বুলুকে আটক করে পুলিশ। এ ঘটনায় পরের দিন ২৩ জুন মাদকদ্রব্য আইনে নাটোর সদর থানায় স্বামী খায়রুল ও স্ত্রী বুলুকে আসামি করে একটি মামলা রুজু করে পুলিশ। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি